অন্তর দহনের ছাড়পত্র / লিখেছেন : হিলারি হিটলার আভী


অন্তর দহনের ছাড়পত্র / লিখেছেন : হিলারি হিটলার আভী

hilari
আজ কাকে নিয়ে-কী নিয়ে কবিতা লিখব-
জেলের জাল নেই- মাঝির নৌকা নেই
নদীতে মাছ নেই- এক কথায় নদী শুকিয়ে যাচ্ছে !

ঢেঁকি দেখিনা- কুলা দেখিনা- মাটির বাসন পত্র দেখিনা
যাঁতা দেখিনা- কি নিয়ে কবিতা লিখব !

বাবার সুখ নেই- মায়ের দুঃখ যায়না
ভাই ভাইকে চেনেনা- কাকে নিয়ে কবিতা লিখব !

কালবৈশাখী এসে ছিন্ন ভিন্ন করার পর-আসে শীতের জড়োতা
এর মাঝেই প্রতি বাজেটে দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগামী
আমি আর কীভাবে কবিতা লিখব
আমি কি খেয়ে- কাকে নিয়ে কবিতা লিখব !
-সমাপ্ত-

মন্তব্য করুন ( দয়া করে বাংলাতে মন্তব্য করুন )