ভালোবাসার নীল কষ্ট-অরণ্য সৌরভ


ভালোবাসার নীল কষ্ট-অরণ্য সৌরভ

valobasar

নীল আকাশের নীলিমার ভীড়ে-
হৃদয় যে মিশে গেছে দূরে,
মন চলে যায়, আকাশের সীমানায়-
বাতায়ন পাশে আছি দাঁড়িয়ে।
প্রেম-ভালবাসা-জ্বালা-যন্ত্রনা- ব্যথা
হৃদয়ে সবকিছু স্বপ্নে গাঁথা।
হৃদয়ে আছে বড় জ্বালা-
অহর্নিশি গাঁথি তারই মালা,
মনটা তো তবু আমি পাইনে-
কেন তারে ডাকি হাত বাড়িয়ে।
হৃদয়ের মাঝখানে দেয়াল-
করিনি কখনও সে খেয়াল,
তবু সে কাছে কেন ডাকে-
ভালবেসে কেন দেয় তাড়িয়ে ?

২৬-০৫-২০১৪ খ্রিঃ
সরকারী সফর আলী কলেজ
আড়াইহাজার,নারায়নগঞ্জ।

মন্তব্য করুন ( দয়া করে বাংলাতে মন্তব্য করুন )