“অথচ তুমিই চিনলে না “


gach
– অরণ্য সৌরভ
নতুন চোখের মধ্য দিয়ে সবাই
আমাকে চিনেছিল
জোনাকির মৃদু আলোতেও।
লতায় পাতায় ঘেরা নিখুঁত বিন্যাসে
শত শত বছরের পুরনো গাছের মাঝ দিয়ে
সবাই রহস্যের
চোখে আমাকে চিনেছিল।
সেখানে জড়িয়ে ছিল হয়তো-
বা অতীত আমার
কেউ যেন বলেছিল আমাকে কোথায়ও
নিয়ে যাবে
পাহাড় এবং সমুদ্রকে এক
সঙ্গে দেখাতে
যেখানে স্বপ্নরা খেলা করে মনের
ভেতর।
হয়তো তুমিই বলেছিলে
অথবা তোমার মতো কেউ
সব নাম মুছে গেছে, প্রকৃতির আবাসে।
কেউ যেন বলেছিল-আমি ঠিক
তোমাকে চিনি;
অথচ কী আশ্চর্য দশ বছরেরও আগে
কিছু লোক বুঝে নিয়েছিল _
কোন একটি ছেলেকে সবাই
চিনবে বা চিনতে পারে
সেই থেকে মানুষেরা আঁধারের
মাঝেও আমাকে
চিনতে পারছে;কিন্তু ভাগ্যের
কী পরিহাস!
অথচ তুমিই চিনলে না ।।

5a8b7-banglanews26-comsur-sobi-add
_________ সরকারী সফর
আলী কলেজ;আড়াইহাজার,
নারায়নগঞ্জ ।

মন্তব্য করুন ( দয়া করে বাংলাতে মন্তব্য করুন )